আজকের তারিখ : জানুয়ারী ৮, ২০২৫, ১২:৪০ এ.এম || প্রকাশকাল : জুন ৭, ২০২৪, ১:২৫ পি.এম
নরসিংদীর রায়পুরাতে অত্যাধুনিক অস্ত্র ও গুলিসহ আটক ১
রায়পুরাতে যাত্রীবাহী বাস থেকে অত্যাধুনিক অবৈধ অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করে রায়পুরা থানা পুলিশ। জানা যায়, আটককৃত আসামি পিরোজপুর জেলা নেসারাবাদ উপজেলার বালিহাড়ি গ্রামের মোঃ সেলিম হোসেনের ছেলে হামিম হোসেন ফাহিম ওরফে আরিফ (৩২)।
বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে রায়পুরা থানা প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান, সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম।
তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (৫ জুন) বেলা পৌনে ২ টায় রায়পুরা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানার উপ-পরিদর্শক মোঃ রাকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ টানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নওমি পরিবহন সার্ভিসের একটি বাসের ভিতরে যাত্রী বেশে থাকা হামিম হোসেন ফাহিম ওরফে আরিফকে আটক করে। এ সময় তার সাথে থাকা ব্যাগের ভেতর থেকে অত্যাধুনিক অস্ত্র একে-২২ রাইফেল, ১৬ রাউন্ড গুলি ও ২ টি ম্যাগজিন, ১ টি ব্যাগ, ৩টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড ও ১০ হাজার ২০ টাকা নগদ অর্থ উদ্ধার করে। উদ্ধারকৃত মালামাল ও বাসটি জব্দ করা হয়েছে।
আটককৃত আরিফ প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। তদন্তের স্বার্থে তা যাচাই-বাছাই করা হচ্ছে। হামিম হোসেন ফাহিম ওরফে আরিফের বিরুদ্ধে রায়পুরা থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজুসহ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা প্রক্রিয়াধীন রয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাফায়েত হোসেন পলাশ, পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ ফরিদ উদ্দিন খান, উপপরিদর্শক আব্দুল হালিম ও রাকিবুল ইসলাম প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha