রাজশাহীর বাঘায় বাড়ির এলাকার একটি পুকুর থেকে ৮০ বছর বয়সী সূর্য্য বেওয়া নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহসপতিবার (০৬ জুন) বিকাল ৪ টায় পুকুরে ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। সে বাজু বাঘা গ্রামের হজরত আলীর স্ত্রী। গত মঙ্গলবার রাতে ঝড়-বৃষ্টির পর থেকে নিখোঁজ ছিল সূর্য্য বেওয়া।
ওই নারীর চাচাতো ভাই আলম হোসেন জানান, স্বামীর মৃত্যুর পর বাঘা পৌর এলাকার উত্তর মিলিকবাঘা গ্রামে পৈত্রিক ভিটায় বসবাস করতো। বয়সের কারণে ভারসাম্যহীন হয়ে পড়েছিল। ৩ কণ্যার জননী ওই নারী বাড়িতে একাই বসবাস করতেন।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, উদ্দার করা মরদেহ কয়েক দিন আগের। পরিবারের কোন অভিযোগ না থাকায় ইউডি মামলা দায়ের করে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫