ফরিদপুরের চরভদ্রাসনে আইনশৃঙ্খলা ও মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৬জুন) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে উপজেলা প্রশাসনের পক্ষ হতে সদ্য অনুষ্ঠিত হওয়া ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান কে ফুল দিয়ে বরন করে নেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার আলী মোল্যা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ কাউছার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন বিথী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক মোর্শেদ
আলম, গাজিরটেক ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, হরিরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর ব্যাপারী, চর ঝাউকান্দ ইউপি চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান মৃধা, মুক্তিযোদ্ধা আবুল কালাম, সাংবাদিক আবদুস সবুর কাজল ও মেজবাহ উদ্দিন প্রমুখ।
জানা যায়, এ মাসিক সভার মধ্য দিয়ে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যানের প্রথম কার্যদিবস শুরু হলো। প্রথম কার্যদিবসে প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আনোয়ার আলী মোল্যা চরভদ্রাসন উপজেলাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করার পাশাপাশি চরভদ্রাসনকে একটি আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগীতা কামনা করেন।
প্রিন্ট