আজকের তারিখ : নভেম্বর ২২, ২০২৪, ২:৪৪ পি.এম || প্রকাশকাল : জুন ৬, ২০২৪, ৫:০৬ পি.এম
গোয়ালন্দে যৌনপল্লীর শিশুদের নিরাপদ বসবাস নিশ্চিতে এ্যাডভোকেসি ইস্যু শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত
রাজবাড়ীর গোয়ালন্দে যৌনপল্লীর শিশুদের নিরাপদ বসবাস নিশ্চিত করণে এ্যাডভোকেসি ইস্যু শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) দুপুর ২টার সময় উপজেলা পরিষদের সভাকক্ষে মুক্তি মহিলা সমিতির আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মোছাঃ মর্জিনা বেগমের সভাপতিত্বে ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র।
মুক্তি মহিলা সমিতির পোগ্রাম ডিরেক্টর মো. আতাউর রহমান মঞ্জুর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ সালমা বেগম সহ এনজিও কর্মী, শিক্ষক, বিভিন্ন দপ্তরের প্রধানগণ ।
এসময় বক্তারা যৌনপল্লীর শিশুদের স্বাভাবিক জীবন যাপন ও নিরাপদ জীবন যাপন, যৌনকর্মীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha