আজকের তারিখ : এপ্রিল ১১, ২০২৫, ৫:৪৪ এ.এম || প্রকাশকাল : জুন ৪, ২০২৪, ৬:১৭ পি.এম
আমতলীতে নির্বাচন প্রচারে অংশগ্রহণ করায় বহিষ্কার হলেন যুবদল নেতা আকন

বরগুনার আমতলীতে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থীত প্রার্থীর পক্ষে প্রচার প্রচারনায় অংশগ্রহণ করায় যুবদল নেতা মোঃ মোমেন আকনকে বহিষ্কার করেন কেন্দ্রীয় কমিটি। তিনি বরগুনা জেলা যুবদলের সহ তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ও আমতলী উপজেলার ৫ নং চাঁওড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক ছিলেন।
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি) কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, স্বৈরাচারী সরকারের অধিনে চলমান জাল জালিয়াতির একতরফা উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থীত প্রার্থীর পক্ষে প্রচার প্রচারনায় অংশ নিয়ে সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার বিশ্বাসযোগ্য প্রমাণ থাকায় বরগুনা জেলা যুবদলের সহ তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ও আমতলী উপজেলার ৫ নং চাঁওড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ মোমেন আকনকে যুবদলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
যুবদল সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না এ সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর করেছেন।
এ বিষয়ে যুবদল নেতা মোমেন আকন বলেন, আমার এলাকার আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের চাপে কিছুক্ষণের জন্য আলতাফ হাওলাদারের প্রচার প্রচারণায় ছিলাম।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha