আজকের তারিখ : মে ১৪, ২০২৫, ৩:৫৫ এ.এম || প্রকাশকাল : জুন ২, ২০২৪, ১০:২১ এ.এম
ফরিদপুরে পালিত হচ্ছে লোকনাথ ব্রহ্মচারীর ১৩৪তম তিরোধান উৎসব

ফরিদপুরে পালিত হচ্ছে শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৪তম তিরোধান উৎসব। এই উপলক্ষে ফরিদপুরের গোয়ালচামটে অবস্থিত চৌধুরী বাড়ি দুর্গা মন্দির, শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম ও মন্দির প্রাঙ্গনে ৮ দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ রবিবার সকালে এর উদ্বোধন করেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিসেস ঝরনা হাসান।
এ সময় আরো উপস্থিত ছিলেন ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর বিধান কুমার সাহা এডভোকেট সন্তোষ কুমার বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী স্বপন কুমার সাহা, গোবিন্দ চন্দ্র সাহা, ননী গোপাল বিশ্বাস, অশোক কুমার বিশ্বাস, সঞ্জয় ঘোষ, তাপস কুমার চক্রবর্তী, আনন্দ সাহা, হরেন বিশ্বাস নিখিল মন্ডল, পার্থ সাহা, মিলন সাহা, বিকাশ বিশ্বাস, পলাশ চন্দ্র বিশ্বাস, পরান কৃষ্ণ বিশ্বাস, অজিত বিশ্বাস সহ স্থানীয় এলাকাবাসী ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
সকাল ৮ টায় শোভাযাত্রা চৌধুরী বাড়ি দুর্গা মন্দির থেকে ফরিদপুরের শ্রী ধাম শ্রী অঙ্গন, মুজিব সড়ক, প্রদক্ষীন শেষে সূচনা স্থানে শেষ হয়।
অনুষ্ঠানে গতকাল শনিবার ও আজ রবিবার শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী ভক্ত সেবা সংঘের উদ্যোগে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া উৎসব চলাকালে মোট আট দিন এখানে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের উদ্যোগে প্রসাদ বিতরণ করা হবে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha