আজকের তারিখ : নভেম্বর ২২, ২০২৪, ৪:৩০ এ.এম || প্রকাশকাল : জুন ১, ২০২৪, ৭:৩৫ পি.এম
কালুখালীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন
শনিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পইন সম্পন্ন হয়েছে। এ বছর কালুখালী উপজেলার ২২ হাজার শিশুকে এই কর্মসূচির মধ্য দিয়ে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে ১শ ৬৮ টি কেন্দ্র নির্ধারণ করে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেও ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। সফল করার জন্য স্বাস্থ্য কমপ্লেক্স ২১ জন সুপার ভাইজার, ২৪জন সিএইচসিপি ও প্রতি কেন্দ্রে ২ জন করে স্বেচ্ছাসেবক নিয়োগ করে। এরা সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করে।
সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইসরাত জাহান উম্মন। এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, মেডিকেল অফিসার ডা: শাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha