শনিবার ১লা জুন সকাল সাড়ে ১০টায় জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এহেতেশাম রেজা। তিনি বলেন, উন্নত বাংলাদেশ গঠন করতে খামার বাণিজ্যিকীকরণ দরকার। এজন্য খামারিদের বৈজ্ঞানিক পদ্ধতি গ্রহনের আহ্বান জানান তিনি। বলেন খামার করতে অবশ্যই প্রশিক্ষণ নিতে হবে, এজন্য কর্মকর্তাদের সহায়তা নিবেন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আল মামুন হোসেন মণ্ডলের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ভেটেরিনারি অফিসার ডাক্তার কাজী আশরাফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম টুকু।
আলোচনা শেষে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় থেকে র্যালি বের করা হয়। পরে কুষ্টিয়া জেলা কালেক্টরেট বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে দুধ বিতরণ করে প্রাণিসম্পদ অফিস।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha