ফরিদপুরের সদরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলী কর্তৃক ১ বছর বয়সী একটি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস লাল ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’
প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়।
শনিবার (১ জুন) সকাল ১১ টায় সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: ওমর ফয়সালের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে ক্যাম্পেইন কর্মসূচী পালিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম।
এতে আরও উপস্থিত ছিলেন ৬ মাস থেকে ৫ বছর বয়সী অনেক শিশু ও তাদের অভিভাবকবৃন্দ। একই সময়ে সদরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক স্বাস্থ্য ইউনিটগুলোতেও দিনব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চালু করা হয়।
ডা. মো: ওমর ফয়সাল শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস লাল ক্যাপসুল খাওয়ানোর গুরুত্ব তুলে ধরে বলেন, অন্ধত্ব থেকে বাঁচাতে ও শিশু মৃত্যুহার কমানোর লক্ষ্যে এই ক্যাম্পেইন চলছে। তিনি আরও বলেন, ৬-১১ মাস বয়সী শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha