কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ মে, শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৫২/৩-এস সীমান্ত পিলার সংলগ্ন জামালপুর সীমান্তে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মাহবুব মুর্শেদ রহমান।
এসময় একই ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলাম সহ ১৫জন বিজিবি সদস্য উপস্থিত ছিলেন। অপরদিকে বিএসএফ’র পক্ষে নেতৃত্ব ভারতের পশ্চিবঙ্গের ১৪৬ রওশনবাগ ব্যাটালিয়নের অধিনায়ক শ্রী বিক্রম দেও সিং।
এসময় ১২জন বিএসএফ সদস্য উপস্থিত ছিলেন। ৫টা পর্যন্ত চলা সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা চলাকালে উভয় সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha