ফরিদপুরের চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার(৩১ মে)সিঙ্গাপুর থেকে ভার্চুয়ালী চক্ষু অপারেশন কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান
চৌধুরী নিক্সন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফদিপুর-৩ আসনের সংসদ সদস্য আব্দুল কাদের আজাদ।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সেবা সংস্থা “কিং সালমান মানবিক সহায়তা ও ত্রান কেন্দ্র ও আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, চরভদ্রাসন থানার ওসি আব্দুল ওহাব, এ ক্যাম্পের সমন্নয়ক এ.কে.এম লুৎফর রহমান, সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান ও ইয়াকুব আলীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
জানা যায়, আন্তর্জাতিক সেবা সংস্থা “কিং সালমান মানবিক সহায়তা ও ত্রান কেন্দ্রের অর্থায়নে ও আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর আয়োজনে এ চক্ষু ক্যাম্পে ৫হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ৫শত রোগীর ছানি অপারেশন ও লেন্স স্থাপন করা হবে। রোগীদের অপারেশন, ঔষধ, চিকিৎসাকালীন থাকা খাওয়াসহ যাবতীয় খরচ বহন করবে সংস্থাটি। এছাড়া আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন পরিচালিত ঢাকার আল-নূর চক্ষু হাসপাতাল ও মক্কা চক্ষু হাসপাতালের ১৩জন ডাক্তার ও একশত জনের মেডিকেল টিম এ ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা প্রদান করবেন।
প্রিন্ট