রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) ইউনিয়ন পরিষদ চত্বরে এ উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। সভায় ৬ কোটি ৪৭ লক্ষ ৭৮ হাজার ৫০৫ টাকার বাজেট ঘোষণা করা হয়। এবং ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৪৬ লক্ষ ২৮ হাজার ৫০৫ টাকা।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলের সভাপতিত্বে ও ইউপি সচিব মোঃ মেনামুল হাসান মিন্টু’র সঞ্চালনায় উন্মুক্ত বাজেট সভায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: আফরোজা রাব্বানী, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জামাল মোল্লাসহ সকল ওয়ার্ডের ইউপি সদস্য, মহিলা সদস্য, শিক্ষক, কৃষক, ইমাম সুধী সমাজের প্রতিনিধি প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই গত অর্থবছরের বাজেটের আয়-ব্যয় এবং এ বছরের বাজেটের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বক্তব্য দেন ১ নং দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রহমান মন্ডল। পরবর্তীতে চেয়ারম্যান ও সকল সদস্য এর সম্মতিক্রমে বাজেট পাঠ করেন ইউনিয়ন পরিষদের সচিব মো. মেনামুল হাসান মিন্টু।
প্রিন্ট