ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রামের বাসিন্দা সাবেক
সিনিয়র সচিব, রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও ফরিদপুর-১
আসনের সাবেক সংসদ সদস্য মনজুর হোসেন মারা গেছেন (ইন্না
লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার বিকল তিন টায় ঢাকা বঙ্গুবন্ধু মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাতো
ভাই ইউপি সদস্য সুলতান আহম্মেদ। তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য
গুণগ্রাহী রেখে গেছেন।
মনজুর হোসেনের জানাজার বিষয়ে কোনো সিধান্ত দিতে পারেনি
তাদের পরিবার। তবে রাজধানীর কোথাও তাকে দাফন করা হবে এমনটি
জানিয়েছেন এলাকাবাসী।
২০১৮ সালের নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে আওয়ামী লীগের
প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হন মনজুর হোসেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫