আজকের তারিখ : জুলাই ১৭, ২০২৫, ২:০৬ এ.এম || প্রকাশকাল : মে ২৮, ২০২৪, ৯:৫২ পি.এম
১৩ জুলাই যশোরের প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন

প্রেসক্লাব যশোরের দ্বি- বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৩ জুলাই ২০২৪ শনিবার। ক্লাবের নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে সভায় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও প্রাক্তন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. মোঃ ইসহককে চেয়ারম্যান এবং অ্যাড. শাহরিয়ার আলম বাবু ও সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা রেজাউল করিমকে কমিশনার মনোনীত করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে সভায় অংশ নেন সহ- সভাপতি নূর ইসলাম, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেন ও হাবিবুর রহমান মিলন, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান রিপন, দপ্তর সম্পাদক তৌহিদ জামান, সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক তহীদ মনি, কার্যনির্বাহী সদস্য শহিদ জয়, জাহিদুল কবীর মিল্টন, ফিরোজ গাজী, কাজী আশরাফুল আজাদ ও সাজেদ রহমান।
উল্লেখ্য, এর আগে গত ৩০ নভেম্বর ভোট গ্রহনের দিন নির্ধারণ করে প্রেসক্লাব যশোরের দ্বি- বার্ষিক নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। তবে আদালতের নিষেধাজ্ঞার কারনে নির্বাচনটি প্রথমে স্থগিত ও পরে বাতিল করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী সকল প্রক্রিয়া সম্পন্নের পর পুনরায় নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নেয়া হয়েছে।
এদিকে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান এক বিবৃতিতে জানিয়েছেন, প্রেসক্লাব যশোরের দ্বি- বার্ষিক নির্বাচনকে ঘিরে ক্লাবের ভোটার তালিকা হালনাগাদ করা হবে। হালনাগাদ ভোটার তালিকা প্রকাশের পূর্বেই আগামী ১৩ জুনের মধ্যে মাসিক চাঁদা হালনাগাদ করাসহ সকল বকেয়া (ঘরভাড়া বা অন্য কোনো বকেয়া যদি থাকে) পরিশোধের জন্য নেতৃদ্বয় ক্লাব সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha