আজকের তারিখ : জুলাই ২০, ২০২৫, ২:৩০ পি.এম || প্রকাশকাল : মে ২৮, ২০২৪, ৫:৫৯ পি.এম
ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুর উপজেলা পরিষদের নির্বাচন বুধবার

ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুরের উপজেলা পরিষদ নির্বাচন আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুর উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার।
ইতোমধ্যে উপজেলার কেন্দ্রে গুলোতে নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার নির্বাচন কার্যালয় হতে এই সরঞ্জাম বিতরণ করা হয়।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভাঙ্গা ও সদরপুর উপজেলা দুটিতে মোট ৭ জন চেয়ারম্যান প্রার্থী ও ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান ১০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। যেখানে ভাঙ্গা ৯৯টি ও সদরপুর উপজেলায় ৬৮টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। উপজেলায় মোট ভোটার ৪ লাখ ৩ হাজার ৫ শত ৬৬ জন।
ভাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার হাসেন উদ্দিন বলেন, বুধবার ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে যাবতীয় সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। সকালে কেন্দ্রে ব্যালট পাঠানো হবে। উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পাশাপাশি বিজিবি সদস্যরা মোতায়েন রয়েছে।
তিনি বলেন, প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha