হঠাৎ করে পদ্মার পানি বেড়ে যাওয়ায় ফরিদপুর পদ্মা নদীর কয়েকটি স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে। এরই মধ্যে শহরতলীর গোলডাঙ্গি ও ডিগ্রির চর এলাকার পদ্মার একশত মিটার অংশ ভেঙ্গে পড়েছে।
এর ফলে হুমকির মুখে পড়েছে ব্রীজসহ কয়েকটি গ্রাম। ভাঙ্গন আতঙ্কে সদর উপজেলার দুই ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ। ভাঙ্গনের খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে গিয়েছেন জেলা প্রশাসক, পানি উন্নায়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তকর্তারা।
এই ভাঙ্গনের বিষয়ে স্থানীয়রা অভিযোগ করে বলেছেন, বালু খেকোদের অপরিকল্পিত ভাবে বালু তোলায় এমনটি হয়েছে।
ফরিদপুরের সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তকুজ্জামান জানান, গত দুদিনে হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় জেলার নর্থ চ্যানেল ইউনিয়নের ছোট আলী বিশ্বাসের ডাঙ্গি, বাসির মোল্লার ডাঙ্গি, কাইমুদ্দিন মাতুব্বরের ডাঙ্গি, শুকুর আলী বিশ্বাসের ডাঙ্গিতে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। এছাড়াও নর্থচ্যানেল ও ডিগ্রির চর ইউনিয়নের সীমান্ত গোলডাঙ্গা ব্রীজ এলাকায় একশত মিটার নর্দীর গর্ভে চলে গেছে।
ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। এই ভাঙ্গন রোধ করতে না পারলে কয়েক হাজার মানুষের ঘরবাড়ি, ফসলি জমি ক্ষতির সম্ভবনা রয়েছে।
তিনি বলেন, দ্রুতই পদ্মার এ অংশের ভাঙ্গন রোধে কাজ শুরু করার জন্য চেষ্টা করা হবে।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, আমি সংশ্লিষ্ট দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তার সাথে কথা বলেছি। ভাঙ্গন রোধে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha