চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ২০২৪-২০২৫ ইং অর্থ বছরের জন্য ৫৩ কোটি ৫৮ লাখ ৯ হাজার ৯১৪ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।
রবিবার (২৬ মে) বিকেল ৪টায় রহনপুর পৌর মেয়রের কার্যালয়ে এই বাজেট পেশ করেন পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হক। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ৫ কোটি ৬৬ লাখ ৫৩ হাজার ৮৩৮ টাকা ও প্রারম্ভিক স্থিতিসহ উন্নয়ন খাতে ৪৭ কোটি ৯১ লাখ ৫৬ হাজার ৭৬ টাকা আয় ধরা হয়েছে।
এছাড়া রাজস্ব খাতে উদ্বৃত্তসহ ব্যয় ধরা হয়েছে ১০ লাখ টাকা।
উন্নয়ন খাতে মোট ব্যয় ধরা হয়েছে ৪৭ কোটি ৯১ লাখ ৫৬ হাজার ৭৬ টাকাসহ সমাপনি স্থিতি ধরা হয়েছে ৫৭ লাখ ৩৫ হাজার ৮৪ টাকা।
এদিকে বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন।
এ সময় উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আবদুল মালেক, প্যানেল মেয়র জাহানারা পারভীনসহ সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলরসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা। বাজেট ঘোষণা পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পৌর মেয়র মতিউর রহমান খাঁন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha