আজকের তারিখ : এপ্রিল ১৭, ২০২৫, ৯:৩৪ এ.এম || প্রকাশকাল : মে ২৪, ২০২৪, ৯:৪৪ পি.এম
‘মানবতা ও সাম্যের জয়গান গেয়েছেন নজরুল’

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম খ্রিস্টান, হিন্দু বা মুসলমানের কবি ছিলেন না, তিনি ছিলেন মানবতার কবি। তিনি মানবতা ও সাম্যের জয়গান গেয়েছেন মুক্তকণ্ঠে। তার চেতনা ও আদর্শ চির ভাস্বর হয়ে আছে আমাদের জীবনে। বাঙালিকে মাথা উঁচু করে এগিয়ে চলার পথ দেখিয়েছেন নজরুল। তার লেখা কবিতা ও গান আমাদের সকল দুঃসময়ে, আন্দোলন- সংগ্রাম ও ক্রান্তিকালে অনুপ্রেরণা উৎস হিসেবে বিবেচিত হয়েছে।
শুক্রবার (২৪ মে) বিকালে বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে কবিতা পাঠ ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর এর পোস্ট অফিস পাড়ার নিজস্ব কার্যালয়ে আয়োজিত কবিতা পাঠ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট কবি ও শিশু সাহিত্যিক ফারুক নওয়াজ।
কাজী নজরুল ইসলাম সম্পর্কে আলোকপাত করে বক্তারা আরো বলেন, গণমানুষের পক্ষে এবং শাসক শ্রেণির বিরুদ্ধে কবিতা লেখার জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কারাবরণ করেছেন। তার কয়েকটি গ্রন্থ বাজেয়াপ্ত হয়েছে, পত্রিকা বন্ধ করা হয়েছে। বিদেশি শাসন- শোষণের বিরুদ্ধে তার বিদ্রোহ ছিল বুকের গহীন গভীর থেকে উৎসারিত। তার প্রতিবাদী কণ্ঠ পৌঁছে গিয়েছিল ভারতবর্ষের স্বাধীনতাকামী সব মানুষের চিত্তে ও চেতনায়।
নজরুল ইসলামের চিন্তা ও চেতনা ছিল গণমানুষের মুক্তির জন্য, দেশের স্বাধীনতার জন্য। তার লেখার মধ্যে দেশের জন্য জয়গান গেয়ে গেয়েছেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাঘারপাড়ার বীর প্রতীক ইসহাক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোস্তাক মোর্শেদ, আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মো: মুস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রন্টু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, কবি রউফ আরিফ, কথা সাহিত্যিক সাকি সোহাগ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি আমির হোসেন মিলন ও সঞ্জয় নন্দী।
বিএসপির সভাপতি আহমদ রাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না’র পরিচালনায় কবিতা পাঠ করেন কবি আবু দাউদ মোসলেহ উদ্দিন রতন, অধ্যাপক সুরাইয়া শরীফ, রাশিদা আখতার লিলি, কাজী নূর, রাজ পথিক, নূরজাহান আরা নীতি, অ্যাড. মাহমুদা খানম, আবু সাইফা, ভদ্রাবতী বিশ্বাস, আতিয়ার রহমান, অরুণ বর্মন, ইরফান খান এএফএম মোমিন যশোরী, এমএ কাসেম অমিয়, শরীফ হোসেন ধীমান, শ্রী হাজারী লাল সরকার, এমএম মনিরুল ইসলাম, এসএম তাছনিম মেঘ, কুমারী শ্রাবন্তী সরকার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে বরেণ্য কবি হোসেনউদ্দীন হোসেনের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha