কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩মে) বিকেলে ঐতিহ্যবাহী মিরপুর রেলওয়ে স্টেশনে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সালাম, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, প্রচার ও দপ্তর সম্পাদক কুদরতে খোদা সবুজ, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, নির্বাহী সদস্য মোহাম্মদ আলী জোয়ার্দ্দার ও আছাদুর রহমান বাবু।
এ সময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ডাক্তার আব্দুর রকিব প্রমুখ।
এ সময় মিরপুর প্রেসক্লাব সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ক্রমশই পৃথিবী উষ্ণ হয়ে উঠছে। ফলে তাপমাত্রা অনেক বেড়ে যাচ্ছে। তাপমাত্রা থেকে রক্ষা পেতে বেশি বেশি করে গাছ লাগানো প্রয়োজন। আমাদের নিজে নিজ উদ্যোগে যতটুকু পারা যায় বৃক্ষরোপণ কর্মসূচিতে এগিয়ে আসতে হবে।
প্রসঙ্গত, কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাব বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারো বৃক্ষরোপন কর্মসূচি পালন করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha