আজকের তারিখ : জানুয়ারী ১৬, ২০২৫, ৯:০৬ এ.এম || প্রকাশকাল : মে ২৩, ২০২৪, ১১:৪৪ পি.এম
তানোরে ইউপি চেয়ারম্যানের মৃত্যুতে শোকসভা ও মিলাদ
রাজশাহীর তানোরের ৬ নম্বর কামারগাঁ ইউনিয়ন (ইউপি) আওয়ামী লীগ সভাপতি (দক্ষিন) ও ইউপি চেয়ারম্যান
ফজলে রাব্বী ফরহাদ মিঞার মৃত্যুতে শোকসভা ও তাঁর বিদেহী আত্তার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে।
জানা গেছে, গত ২৩মে বৃহস্পতিবার ইউপির এক নম্বর মালশিরা ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ও কামারগাঁ ইউপির প্যানেল চেয়ারম্যান এবং ইউপি আওয়ামী লীগের সভাপতি (উত্তর) আলাউদ্দীন আলী প্রামানিকের সার্বিক সহযোগিতায় চৌবাড়িয়া লালপুকুর চত্ত্বরে শোকসভা ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। এদিন প্যানেল চেয়ারম্যান আলাউদ্দীন আলী প্রামানিকের সভাপতিত্বে আয়োজিত শোকসভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিনয় কুমার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কামারগাঁ ইউনিয়ন (উত্তর) যুবলীগের সাধারণ সম্পাদক হায়দার আলী, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আল মামুন, এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজ উদ্দীন, এক নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জালাল উদ্দীন, সাধারণ সম্পাদক চন্দন প্রামানিক, এক নম্বর ওয়ার্ড শেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন আলী, সম্পাদক ইয়াসিন আলী, ইউনিয়ন যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক খুরশিদা বানু, বিশিষ্ট সমাজসেবক সানাউল ইসলাম, গোবিন্দ প্রামানিক, রফিক ও আলহাজ্ব দুলাল মিয়াপ্রমুখ।
এদিন শোকসভায় বক্তাগণ মরহুমের রুহের মাগফেরাত কামনা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। দোয়া ও ধর্মীয় আলোচনা করেন মালশিরা উচ্চ বিদ্যালয়ের মৌলভী শিক্ষক গিয়াস উদ্দীন(অবঃ)।
এদিকে আলোচনা সভায় বক্তাগণ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পরীক্ষিত সৈনিক ইউপি চেয়ারম্যান প্রয়াত ফজলে রাব্বী মিঞার উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তারা আরো বলেন, যারা আওয়ামী লীগের চাদর গায়ে দিয়ে জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের অভিভাবক সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী বিরোধিতা করে কাঁচি প্রতিকের ভোট করেছেন।
দুঃখজনক হলেও সত্যি এখন তারাই আবার আওয়ামী লীগের আদর্শিক নেতাকর্মীদের ওপর খবরদারি করছেন। এখন এসব সুযোগ-সন্ধানীদের কে বা কারা সেল্টার দিয়ে দলের মধ্যে বিভক্তি সৃষ্টি করছেন। বক্তাগণ বলেন, এসব বিতর্কিত মতলববাজরা আমাদেরও বিতর্কিত করার চেষ্টা করলে নিশ্চয় ছাড় দেয়া হবে না।
মাননীয় সাংসদ ও আমাদের অভিভাবক আলহাজ ওমর ফারুক চৌধুরীর নির্দেশ মোতাবেক আমরা সকল নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছি। তাঁর নির্দেশনা মোতাবেক এলাকার উন্নয়ন বাস্তবায়িত হবে। আমরা মাননীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী মহোদয়ের সঙ্গে ছিলাম, আছি এবং থাকবো। তারা বলেন, যারা জাতীয় নির্বাচনে প্রকাশ্যে নৌকার বিরোধীতা করে,আবার উপজেলা নির্বাচনের পর তারাই যদি নৌকার প্রকৃত মানুষ হয়, তবে বুঝতে হবে বড় বেঈমান কে বা কারা।
প্রসঙ্গত, ৬ নম্বর কামারগাঁ ইউনিয়ন (ইউপি) চেয়ারম্যান ফজলে রাব্বী মিঞা (ফরহাদ) গত ৩০ এপ্রিল ভোর ৫.৩০ মিনিটে হৃদরোগ জনিত কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha