বগুড়ার আদমদীঘিতে সরকারি বাগানের ফুল গাছ খাওয়ার ‘অপরাধে’ আটক সেই ছাগল ১০ দিন পর বৃহস্পতিবার বিকেলে মুক্তি পেয়েছে।
আদমদীঘি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু ছাগল মালিকের পক্ষে জরিমানার ২ হাজার টাকা জমা দিয়ে ওইদিন বিকেল সাড়ে ৫টার দিকে ছাগলটি ছাড়িয়ে নেন। এরপর তার মালিক সাহারা বেগমের হাতে তুলে দেন।
জানা গেছে, ফুলের গাছ খাওয়ার অপরাধে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা শারমিনের নির্দেশে গত ১৭ মে স্থানীয় এক নারীর পালিত ছাগল আটক এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ হাজার টাকা জরিমানার খবরটি দেশজুড়ে ব্যাপক সমালোচিত হয়। এরপর পরিস্থিতি ‘সামাল’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে ছাগল মালিক আদমদীঘি উপজেলা সদরের বাসিন্দা সাহারা খাতুনকে ডেকে এনে আটক ছাগল ফেরত দেওয়া হয়।
তবে সার্বিক বিষয়ে জানতে চাইলে আদমদীঘির ইউএনও সীমা শারমিন কোন কথা বলতে রাজি হননি। করোনাকালে যখন অধিকাংশ মানুষের আয়-রোজগার কমে গেছে তখন সামান্য একটি ঘটনায় এমন অর্থদণ্ড দেওয়া উচিত হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে গণমাধ্যমকে তিনি বলেন, ‘অনুমতি ছাড়া আমাদের কথা বলা নিষেধ। আপনি ডিসি স্যারের সঙ্গে কথা বলুন।’
আদমদীঘি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু বলেন, ‘ওই ঘটনায় আদমদীঘি উপজেলার সম্মান নষ্ট হচ্ছিল। তাছাড়া ছাগল মালিকও কান্নাকাটি করছিলেন। যে কারণে জনপ্রতিনিধি হিসেবে আমি ঘটনার সুষ্ঠু সমাধান করেছি।’
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha