আজকের তারিখ : এপ্রিল ২০, ২০২৫, ২:৫৯ পি.এম || প্রকাশকাল : মে ২৩, ২০২৪, ২:৩১ এ.এম
রায়পুরায় উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে পিটিয়ে হত্যা!

নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর প্রচারণার সময় দুই পক্ষের সংঘর্ষে মোঃ সুমন মিয়া নামে তালা প্রতীকের প্রার্থীকে পিটিয়ে হত্যার তথ্য পাওয়া গেছে।
জানা যায়, রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নের মিরেরকান্দিতে গণসংযোগে যান মোঃ সুমন মিয়া ভাইস চেয়ারম্যান প্রার্থী তালা প্রতীক নিয়ে ও আবিদ হাসান রুবেল একই পদে চশমা প্রতীক নিয়ে প্রচারণা চলাকালীন দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে যায়।
এ সময় চশমা প্রতীকের প্রার্থী আবিদ হাসান রুবেল ও তার সমর্থকরা তালা প্রতীকের প্রার্থী মোঃ সুমন মিয়াকে পিটিয়ে হত্যা করে। বুধবার (২২ মে) সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। মোঃ সুমন মিয়া চরসুবুদ্ধি ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদের ছেলে।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুমন মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha