আজকের তারিখ : এপ্রিল ৮, ২০২৫, ৮:০৬ এ.এম || প্রকাশকাল : মে ২২, ২০২৪, ১০:৪১ এ.এম
নাটোরে বাগাতিপাড়া বিএনপির বহিষ্কৃত নেতা চেয়ারম্যান নির্বাচিত

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে বিএনপির বহিষ্কৃত নেতা এএসএম জাহাঙ্গীর হোসেন মানিক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে ৯টায় এ ফলাফল ঘোষণা করা হয়।
জাহাঙ্গীর হোসেন মানিক মোটরসাইকেল প্রতীক নিয়ে ১৪ হাজার ৬৫৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. শরিফুল ইসলাম আনারস প্রতীক নিয়ে ১৩ হাজার ৬৪৯ ভোট পেয়েছেন।
বাগাতিপাড়া উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীক নিয়ে কাজী আমানুর রহমান ১৪ হাজার ২৪৫ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে মিতা বেগম ১৮ হাজার ৫৭৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
৪৮টি ভোটকেন্দ্রে ব্যালেট পেপারের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর গণনা শেষে সকল কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।
বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ উপজেলায় ৪৮টি ভোটকেন্দ্র রয়েছে। মোট ভোটার ১ লাখ ১৫ হাজার ৯৮৪ জন। যার মধ্য পুরুষ ভোটার ৫৭ হাজার ৪৩৬ জন, নারী ভোটার ৫৮ হাজার ৮৪৮ জন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha