ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে কুষ্টিয়ার ৩ উপজেলার বেসরকারিভাবে বিজয়ী চেয়ারম্যানদের নাম ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২১ মে) স্ব স্ব উপজেলা থেকে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
এমধ্যে কুমারখালী উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান খান। তিনি আনারস প্রতীক নিয়ে ৬২ হাজার ৫২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম মুর্শেদ পিটার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৪৩ হাজার ২৮২ ভোট।
মিরপুর উপজেলায় এ্যাড. আব্দুল হালিম দোয়াত-কলম প্রতীক নিয়ে ৭১ হাজার ৪১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল হোসেন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৫ হাজার ৩৪০ ভোট।
দৌলতপুর উপজেলায় বুলবুল আহমেদ টোকেন চৌধুরী আনারস প্রতীক নিয়ে ৯৭ হাজার ২৮৯ ভোট পেয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আনিসুর রহমান ঘোড়া প্রতীক নিয়ে মাত্র ৫ হাজর ৩৭৬ ভোট পেয়ে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।
এছাড়াও ভেড়ামারা উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবু হেনা মোস্তফা কামালা বিনা আগেই নির্বাচিত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha