আজকের তারিখ : জুলাই ৪, ২০২৫, ৪:৩৯ এ.এম || প্রকাশকাল : মে ২১, ২০২৪, ৪:৩৯ পি.এম
নিরবছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে বিদ্যুৎ বিভাগের অনলাইন কর্মশালা

দেশব্যাপী নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে বিদ্যুৎ বিভাগের অনলাইন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে সাধারণ জনগণ থেকে শুরু করে উর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন, বিদ্যুৎ বিভাগের নির্বাহী পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আখেরুল ইসলাম বলেন বিদ্যুৎ ব্যবহারে সবাইকে মিতব্যয়ী হতে হবে, বাড়ি, মসজিদ, মন্দির, সেচ পাম্প, ইট ভাটা, বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হতে হবে, এসি ব্যবহারের ক্ষেত্রে ইনভার্টার এসি ব্যবহার করতে হবে, আমরা সবাই মিলে যদি একসাথে সচেতন হই তাহলেই বিদ্যুৎ অপচয় রোধ করা সম্ভব।
সদরপুর উপজেলার আবাসিক প্রকৌশলী মোঃ শাখাওয়াত হোসেন এই প্রতিবাদ কে বলেন, সদরপুরে প্রায় ১৮ হাজার গ্রাহক, আবাসিক গ্রাহক প্রায় ১৩ হাজার, বাকি গ্রাহক অন্যান্য, আমরা চেষ্টা করছি বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সচেতন করার জন্য। আমরা যদি ১৫% বিদ্যুৎ অপচয় রোধ করতে পারি তাহলে আমাদের আর বিদ্যুতের সমস্যা হবে না।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha