আজকের তারিখ : জানুয়ারী ১০, ২০২৫, ৩:১১ এ.এম || প্রকাশকাল : মে ২১, ২০২৪, ১২:১৩ পি.এম
কেন্দ্রে শুধু ভোটার নেই, অন্য সব ঠিক আছে
কুষ্টিয়ার ভেড়ামারায় আজ দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে। আজ মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে কেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারে নেই। সকাল ১০ পর্যন্ত কয়েকটি ভোট পড়েছে মাত্রা।
উপজেলার মোট ৬১টি স্ব-স্ব ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তার ব্যবস্তা জোরদার করেছেন।
ষোলদাগ আব্দুল হক বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার আব্দুল রাজ্জাক বলেন, এ ভোটকেন্দ্রে এখন পর্যন্ত প্রায় ২০টির মতো ভোট পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বাড়বে বলে ধারণা করা যাচ্ছে।
ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়েছেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা বলেন, নির্বিঘ্নে ভোট হচ্ছে, কোনো সমস্যা ছাড়াই। ভোটারদের মাঝে কোনো ভীতি নেই। সব দলের প্রার্থীর এজেন্ট এখানে রয়েছে। মানুষ তার পছেন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন।
উপজেলা নির্বাচন অফিসের দেয়া তথ্য মতে,ভেড়ামারা উপজেলায় মোট ৭ জন ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ও ২জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে।
উল্লেখ্য, ৩০এপ্রিল (মঙ্গলবার) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন একজন চেয়ারম্যান প্রার্থী হাজী আক্তারুজ্জামান মিঠু তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেওয়ার প্রেক্ষিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ আবু হেনা মোস্তফা কামাল মুকুল ভেড়ামারা উপজেলার পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হন।
ভেড়ামারা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার আকাশ কুমার কুন্ডু বলেন, নির্বাচন যাতে সুষ্ঠু ও সুন্দর হয় সেই লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছি। ভেড়ামারা উপজেলায় মোট ৬১টি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য ও প্রিজাইডিং কর্মকর্তাদের মাঝে নির্বাচন কমিশনের বরাদ্দকৃত সামগ্রী বুঝিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনী পরিস্থিতি যেভাবে ভাল থাকে সে অনুযায়ী আইনশৃংখলা বাহিনী কাজ করবে। প্রশাসন পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিবেন।
শহরের ভেড়ামারা সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রসহ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, দুই একজন ভোট দিতে আসছেন, তাছাড়া কেন্দ্র একবারেই ভোটার শূন্য। নেই ভোটারদের লাইন। পুলিশ ও আনসার সদস্যরা গল্প করে সময় কাটাচ্ছেন।
ভেড়ামারা থানার ওসি মো, জহুরুল ইসলাম বলেন, যাদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠবে তাদের ব্যাপারে আইনগত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নির্দেশনায় দেওয়া হবে।
এছাড়াও ভোট কেন্দ্রর জন্য ১২০জন পুলিশ ও ৯৪৬জন আসনার সদস্য দায়িত্ব পালন করছে। নির্বাচন মনিটরিং করতে উপজেলায় খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। ভোটারদের নিরাপত্তা প্রদানের মাধ্যমে নির্বিঘ্নে ভোট গ্রহনের জন্য কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলাবাহিনী নিয়োগ করা হয়েছে। এছাড়া প্রত্যেক ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। একই সাথে একটি উপজেলায় দুইজনকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।
ভেড়ামারা বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর কেন্দ্র সংলগ্ন মাধব পুর কাঠ মিল মোড় ভাইস চেয়ারম্যান প্রার্থী পালকি এবং চশমা সমর্থকদের মধ্যে হাঙ্গামা ৬/৭জন রক্তাক্ত জখমের খবর পাওয়া গেছে।
ভেড়ামারা উপজেলায় ১টা পৌর সভা, ৬টা ইউনিয়ন মিলে ৬১টি কেন্দ্রে ৮৯৩৩৮ জন পুরুষ ও ৮৯২১৬ মহিলা, হিজরা ২জন মোট ১,৭৮,৫৫৬ জন ভোটার সংখ্যা রয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha