আজকের তারিখ : জানুয়ারী ১৬, ২০২৫, ১১:৪৭ এ.এম || প্রকাশকাল : মে ২০, ২০২৪, ৫:৫৭ পি.এম
তানোরে ট্রাকের চাপায় শিশু নিহত
রাজশাহীর তানোরে দ্রুতগামী ট্রাক চাপায় ৭ বছরের শিশু নিহতের ঘটনা ঘটেছে। নিহত শিশুর নাম মাহফুজ (৭)। সে পাঁচন্দর ইউপির চিনাশো গ্রামের মহাসেন আলীর পুত্র। গত ২০ মে সোমবার সকালে উপজেলার পাঁচন্দর ইউপির চিনাশো মোড়ে এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত শিশু মাহফুজ সকালে অন্য শিশুদের সঙ্গে মেইন সড়কের পাশে তালশাঁস (তালকুর) খাওয়ার জন্য যান। এসময় রাস্তা পার হওয়ার জন্য দৌড় দিলে তানোরের উদ্দেশ্যে মুন্ডুমালা থেকে আসা দ্রুতগ্রামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।এতে ঘটনাস্থলেই মারা যান শিশু মাহফুজ।
এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম জানান,সকাল সকাল একটি ট্রাক শিশু মাহফুজকে চাপা দিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যান শিশু মাহফুজ। এঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha