ফরিদপুরের সদরপুর উপজেলার প্রধান ব্যবসা কেন্দ্র হাট-কৃষ্ণপুর বাজারে গত ১১ মে রাতে ভূসিমাল ব্যবসায়ী ফিরোজুল হক মোল্যার গুদাম ঘরে চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনার ১৫ দিনেও উদ্ধার হয়নি চুরিকৃত মালামাল, এতে ক্ষুব্ধ গুদাম মালিক।
জানা যায়, কৃষ্ণপুর বাজারের ভূসি মাল ব্যবসায়ী ফিরোজুল হক মোল্যা অন্যান্য দিনের মতো রাত ১০টার দিকে গুদাম বন্ধ করে বাড়ি চলে যায়। পরদিন সকালে প্রতিবেশী ব্যবসায়ীরা মোবাইলের মাধ্যমে জানান তার ঘরে চুরি হয়েছে।
খবর পেয়ে সে ঘটনা স্থলে এসে দেখে তার ৬০ বস্তা মুশুড়ী ও ৫বস্তা ধনিয়া চুরি হয়ে গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ৩লক্ষ টাকা । এব্যপারে সদরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী ফিরোজুল হক মোল্যা।
থানায় অভিযোগ হলেও এখন পর্যন্ত চুরিকৃত মালামালের কোন হদিস মেলেনি।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদারের সাথে কথা হলে তিনি জানান, চুরির ঘটনার সত্যতা আমরা পেয়েছি । আমরা চুরি হওয়া মালামাল উদ্ধারে জোর চেষ্টা চালাচ্ছি।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫