ফরিদপুরের সদরপুরে একটি সড়ক দুঘটনার মামলায় মাত্র ১৯ ঘন্টার মধ্যে চার্জসীট দিয়েছে সদরপুর থানা পুলিশ। এ ঘটনাটি নিয়ে সদরপুরে চাঞ্চল্যেও সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গত ২৩মে সন্ধায় কাঞ্চিরামের ডাঙ্গী গ্রামের সদরপুর-চরভদ্রাসন সড়কে জনৈক মোকসেদ আলী বেপারীর স্ত্রী রওশনারা বেগম (৫৫) নামের এক বৃদ্ধাকে গাড়ি চাপা দিয়ে হত্যা করার অপরাধে লেগুনা চালক ইমরান বেপারী (৩৩) কে হত্যা মামলার আসামী করে মামলা দায়ের করে।
যার সদরপুর থানার মামলা নং ১৩ তাং ২৩/০৫/২০২১ইং। ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯৮ এর ১০৫ ধারা মতে মাত্র ১৯ ঘন্টার মধ্যে চার্জসীট প্রদান করে। মামলার তদন্তকারি অফিসার এস.আই অপূর্ব কুমার বাইন মামলাটি তদন্ত করে। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার উক্ত মামলার সত্যতা স্বীকার করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫