শনিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে সচেতনা বৃদ্ধিকরন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহনে অনুষ্ঠিত কর্মশালার সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ।
কর্মশালায় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো: আনওয়ার হোসেন, পরিচালক(সম্প্রসারন) মোহাম্মদ ইমদাদুল বারী, প্রধান মনিটরিং কর্মকর্তা মো: নাসির উদ্দিন, জনসংযোগ কর্মকর্তা সুমন ঠাকুর, উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা আফরোজা চৌধুরী, মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু,শিক্ষক আব্দুল জলিল, সফল রেশম চাষী ওমর আলী প্রমুখ বক্তব্য রাখেন।
কর্মশালায় তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে সচেতনা বৃদ্ধিকরন বিষয়ক নানা তথ্য তুলে ধরা হয়। এতে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সুধীজনসহ শতাধিক রেশম চাষী অংশ নেয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।