আজকের তারিখ : মে ১২, ২০২৫, ১১:২১ এ.এম || প্রকাশকাল : মে ১৯, ২০২৪, ১২:৪৯ এ.এম
নরসিংদীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে নিহত ৩ ও আহত ২

নরসিংদী সদর আলোকবালী ইউনিয়নের উত্তর পাড়া সংলগ্ন নন্দের চরে জমিতে দান কাটতে গিয়ে একই পরিবারের দুইজনসহ তিনজনের নিহত তথ্য পাওয়া যায়। আজ (১৮ মে) বেলা সাড়ে এগারোটায় এই বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নরসিংদী সদর উপজেলাধীন আলোকবালী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের শরিফা বেগম (৪৮), স্বামী কামাল মিয়া, ইমন মিয়া (১২), পিতা কামাল মিয়া। রায়পুরা উপজেলার বাঘাইকান্দি গ্রামের কাইয়ুম মিয়া (২৫), পিতা হাতেম মিয়া। আহতরা হলেন, কামাল মিয়া (৫৫), পিতা মৃত সাত্তার মিয়া, কেরামত নামের আরেকজন গুরতর আহত হয়েছেন। আহত দুইজনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, কামাল মিয়া তার দুই সন্তান ও সাতজন শ্রমিক নিয়ে ফসলি জমির ধান কাটতে যায়। শরিফা বেগম ঐ নয়জনের জন্য সকালের নাস্তা তৈরি করে নিয়ে যায়। বেলা সাড়ে এগারোটার সময় হঠাৎ করে ঝড়বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। কিছু লোক আসে পাশে চলে যায়। পাঁচজন মাঠে গামছা মাথায় দিয়ে বসে থাকে। খালি মাঠে গামছার নিচে ছিলো এর মধ্যে তিন জনই বজ্রপাতে নিহত হয় ও দুইজন গুরুতর আহত হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha