আজকের তারিখ : জুলাই ১২, ২০২৫, ১১:১৯ পি.এম || প্রকাশকাল : মে ১৮, ২০২৪, ৮:১৯ পি.এম
চিরনিদ্রায় শায়িত হলেন আওয়ামী লীগ নেতা মো: আতিয়ার রহমান মিয়া

ফরিদপুরের মধুখালী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও মধুখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আতিয়ার রহমান মিয়ার জানাযার নামাজ সম্পূর্ণ হয়েছে।
তিনি গত বৃহস্পতিবার (১৬ মে ২০২৪ইং) তারিখে ভারতের চেন্নাই এর একটি হাসপাতালে অসুস্থতা জনিত কারণে মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১৭ মে শুক্রবার রাত ১০ টায় তার মরদেহ নিজ বাড়িতে এসে পৌছায়। ১৮ মে শনিবার সকাল দশটায় মধুখালী কেন্দ্রীয় ঈদগা ময়দানে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় হাজার হাজার মুসল্লী ইকরাম জানাযার নামাজে শরিক হয়ে মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া করেন।
জানাযার নামাজে পূর্বে মরহুম আতিয়ার রহমান মিয়ার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক বকু, মধুখালী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান, মরহুমের ছোট ভাই কামরুজ্জামান পিন্টু ও পুত্র শাওন মিয়া।
তার নামাজে জানাজা পরিচালনা করেন মধুখালী পৌর মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ রাসেল।
নামাজে জানাজা শেষে মধুখালী পৌরসভার বাজারকান্দি পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ আব্দুর রহমান এমপি ও মধুখালী উপজেলা আওয়ামী লীগ গভীর শোক প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha