শনিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় কৃষক শ্রমিক মুক্তি আন্দোলনের নেতা কমরেড অসীত বরন দত্তের ৪৩ তম মৃত্যু বার্ষিক পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কাস পার্টির কালুখালী উপজেলা শাখা দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহন করে।
সকালে ওয়ার্কাস পার্টির নেতারা অসীত বরনের সমাধীস্থলে পুস্পস্তবক দিয়ে প্রয়াত কমরেড এর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। দুপুরে সমাধি স্থলের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন বাংলাদেশের ওয়ার্কাস পার্টির কালুখালী উপজেলা শাখা সভাপতি কমরেড নজরুল ইসলাম জোয়াদ্দার।
সভায় প্রভাষক শাহাদত হোসেন,জেলা কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম শেখ, উপজেলা কৃষক সমিতির সহসাধারন শুকুর আলী, মুন্সী আজিজুল ইসলাম, মনিরুল ইসলাম, শিমুল শেখ প্রমুখ বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।