আগামী মঙ্গলবার (২১মে,) অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপ। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মোট ৬১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দিতে ভেড়ামারা উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আকাশ কুমার কুন্ডু নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় শনিবার (১৮মে,) বিকেল ৩টার সময় ভেড়ামারা উপজেলা পরিষদ চত্বরে আনসার ও ভিডিপি সদস্যদের উপস্থিতিতে নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠান সভা সম্পন্ন হয়েছে।
কুষ্টিয়া জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষা, ভোট কেন্দ্র ও ব্যালট বাক্সের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটদানে শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্য বাহিনী ভেড়ামারা উপজেলায় মোট ৯৪৬জন সদস্য মোতায়েন করেছে। পিসি ও এপিসিগণ (৩ জন) অস্ত্রসহ এবং আনসার-ভিডিপি সদস্য-সদস্যাগণ অস্ত্রবিহীন ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন। তাদের পাশাপাশি ৩ সেকশন (২০ জন) আনসার ব্যাটালিয়ন সদস্য জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালনের জন্য স্ট্রাইকিং/স্ট্যাটিক ফোর্স হিসেবে মোতায়েন করা হয়েছে।
ব্রিফিং অনুষ্ঠান সভায় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড) আনোয়ার হোসাইন। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালানায় ভেড়ামারা উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা তরুণ কুমার। উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোস্তাফিজুর রহমান, আনসার ও ভিডিপি প্রশিক্ষকা আইরিন রহমান প্রমূখ।
আনসার ও ভিডিপি ব্রিফিং এ বিপুল সংখ্যক আনসার ও ভিডিপি সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha