রাজবাড়ীর কালুখালী উপজেলায় সফলতার সাথে জাতীয় পুষ্টি সপ্তাহ সম্পন্ন হয়েছে। গত ৯ মে সিভিল সার্জন ডা: মোহাম্মদ ইব্রাহিম টিটন পুষ্টি কালুখালী উপজেলায় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করেন।
কর্মসূচি চলমান থাকে ১৫ মে পর্যন্ত। কর্মসূচি চলাকালে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ সকল কমিউনিটি ক্লিনিকে সেবার মান বাড়ানো হয়। জোরদার করা হয় পুষ্টি কার্যক্রম। শিশু কিশোরদের জন্য সচেতনামূলক সেমিনার ও কুইজ প্রতিযোগীতার ব্যবস্থা করা হয়। গর্ভবর্তী মহিলা ও বয়স্কদের জন্য দেওয়া হয় বিশেষ পুষ্টি সেবা। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে এতিম শিশুদের মাঝে তাদের চাহিদা
মোতাবেক পুষ্টিকর খাবার প্রদান করা হয়।
এছাড়া গাইনী বিশেষজ্ঞ কনসাল্টেন্ট ডা: নাহিদা ইয়াসমিন জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ২৫ জন গর্ভবতী ম্#া৩৯;কে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়াও বিনামূল্যে রোগীদের প্যাথলজি পরীক্ষা ও মায়েদের মাঝে পুষ্টিকর খাবার প্রদান করা হয়।
বৃহস্পতিবার পুষ্টিসপ্তাহের সমাপনী দিনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন বলেন,
স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। পুষ্টি সপ্তাহের শেষ হলেও কালুখালীর মানুষের স্বাস্থের মান উন্নয়নে পুষ্টি কার্যক্রম চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha