লাশ উদ্ধারের কথা নিশ্চিত করেন ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম। তিনি বলেন, ‘কিশোরের লাশ সংশ্লিষ্ট থানা-পুলিশের কাছে হস্তান্তর করব। পরবর্তী আইনি ব্যবস্থা শেষে পুলিশ লাশ পরিবারের কাছে হস্তান্তর করবে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত নারী সদস্য মনোয়ারা খাতুন জানান, গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আসলামসহ ১০-১২ জন কিশোর পদ্মায় গোসল করতে গিয়েছিল। গোসল শেষে সবাই উঠে এলেও আসলামকে না পেয়ে অন্য কিশোরেরা আসলামের বাবাকে খবর দেয়।
স্থানীয়রা খোঁজাখুঁজি করে আসলামের সন্ধান না পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসে খবর দেন। এরপর আজ শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তার লাশ উদ্ধার করে বলে জানান ইউপি সদস্য মনোয়ারা খাতুন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha