ফরিদপুর পৌরসভার নির্বাচন ১০ ডিসেম্বরই অনুষ্ঠিত হচ্ছে। হাইকোর্টের আদেশে এ নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছিল। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান হাইকোর্টেও ওই আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন।
গত বুধবার রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের দ্বৈত বেঞ্চ ফরিদপুর পৌরসভার নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করার আদেশ দেন। ১০ ডিসেম্বর ভোটের দিন ধার্য ছিল।
আদালতে রিট আবেদনের পক্ষে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নী জেনারেল এ এম আমিনউদ্দিন শুনানি করেন।রিট আবেদনকারী হলেন বর্ধিত পৌরসভার ভোটার মো. আতিয়ার।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫