মহামারি করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে সারা দেশে আক্রান্তের হার কিছু কমলেও এখনো মৃত্যুর হার কমেনি ফরিদপুরে। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ এ চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘন্টা আরো দুই ব্যক্তির প্রাণ গেছে।
ফরিদপুর সিলিভ সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় নতুন করে আরো দুই জনের মৃত্যু হয়েছে। তিনি জানান, ফরিদপুরে করোনা টেস্ট অনুযায়ী আক্রান্তের হার ২০.৭৪ শতাংশ এবং আক্রান্তদের মৃত্যুর হার শতকরা ১.৭২।
তিনি আরো বলেন, করোনায় সুস্থতার হার শতকরা ৯৬.৩২। জেলায় এ পর্যন্ত মারা গেছেন মারা গেছেন ১৮০ জন।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রথম থেকে জেলা জুড়ে বিভিন্ন ভাবে জনসাধারন কে সচেতন করতে নানা উদ্যোগ নিয়েছি।
আমাদের সতর্ক হতে হবে। পাশ্ববর্তী দেশে বø্যাক ফাঙ্গাসের মতো মারাত্মক রোগ দেখা দিয়েছে। সুতরাং আমাদের সকলকেই অরো বেশি করে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha