আজকের তারিখ : এপ্রিল ১৯, ২০২৫, ৪:২৪ পি.এম || প্রকাশকাল : মে ১৬, ২০২৪, ৬:১৩ পি.এম
তানোরে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

রাজশাহীর তানোরে 'শেখ হাসিনার দর্শন সকল মানুষের উন্নয়ন' স্লোগানকে সামনে রেখে উপজেলার মাসিক সাধারণ ও আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, ১৬মে বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মাসিক সাধারণ ও আইনশৃংখলা কমিটির সভায় সভাপতিত্ব করেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি), আব্দুর রহিম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদাক, কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এটিএম কাউসার আলী, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন, মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফজলুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা (ডিজিএম) জহুরুল ইসলাম, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, কামারগাঁ ইউপির প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন আলী প্রামানিক, কলমা ইউপি চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরী, তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু ও সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খান প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এদিন কামারগাঁ ইউপির প্রয়াত চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ মিঞার আত্তার মাগফেরাত কামনায় দোয়া ও দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সভায় উপজেলা সেচ কমিটিকে না জানিয়ে গোপণে ৩৮টি সেচ মটরসহ নির্বিচারে বানিজ্যিক মিটারে বৈদ্যুতিক সংযোগ দেয়ায় ডিজিএম জহুরুল ইসলাম তোপের মুখে পড়েন। তাকে ভৎসনার পাশাপাশি কঠোরভাবে সতর্ক করে দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha