আজকের তারিখ : নভেম্বর ২৪, ২০২৪, ৪:৪১ পি.এম || প্রকাশকাল : মে ১৫, ২০২৪, ৭:৩৯ পি.এম
ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় বিএনপি নেতা বহিষ্কার
আসন্ন ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করার অভিযোগে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি থেকে একজনকে বহিষ্কার করা হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বহিষ্কারের বিষয়টি পত্রের মাধ্যমে নিশ্চিত করেছেন।
বুধবার স্বাক্ষরিত পত্রে যুগ্ম মহাসচিব উল্লেখ করেছেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় বিএনপির গঠনতন্ত্র মোতাবেক তাকে প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিস্কৃত নেতা হলেন- ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও তিলাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফরিদুল হক শাহিন শিকদার।
চিঠির অনুলিপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও সৈয়দ জাহাঙ্গীর আলমসহ কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাসভিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান এর কাছে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদ্য বহিস্কৃত নেতা আলহাজ্ব ফরিদুল হক শাহিন শিকদার বলেন, বহিস্কারের কোন চিঠি হাতে পাইনি। শেষ পর্যন্ত তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha