পাবনায় রনি শেখ হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার সকাল এগারোটায় পাবনা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে এ দাবি জানান নিহতের স্বজন ও এলাকাবাসী।
এর আগে একটি বিক্ষোভ মিছিল রাধানগর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, ১০ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর মাজিদুল ইসলাম কালু, নিহতের মা জাহানারা পারভীন, নিহতের বড় ভাই জাহিদ হাসান রানা সহ অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রনিকে নৃশংসভাবে হত্যা করেছে। রনি হত্যাকান্ডের ঘটনায় নির্দেশদাতা ও এর আশ্রয় প্রশয়দাতাদের চিহ্নিত করে কঠিন শাস্তি দিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান। হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবিও জানান বক্তারা।
উল্লেখ্য, আধিপত্য বিস্তার নিয়ে গত বৃহস্পতিবার বিকেলে শহরের রাধানগর ডিগ্রি কলেজ বটতলা মোড়ে রনি শেখকে কুপিয়ে হত্যা করে মিরাজুল ও তার সহযোগিরা। এ ঘটনায় মামলার পর পুলিশ প্রধান আসামী মিরাজুলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।