আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ১২:১৬ এ.এম || প্রকাশকাল : মে ১৫, ২০২৪, ৫:৪৮ পি.এম
তানোরে জলাশয় ভরাট, প্রশাসন নিরব !

রাজশাহীর তানোরে পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাটের অভিযোগ উঠেছে। জানা গেছে, উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) কুজিশহর গ্রামের বাসিন্দা কামাল উদ্দিন রাজনৈতিক ছত্রছায়ায় নলপুকুরিয়া মাঠে কৃষি জমির মাটি কেটে পুকুর ভরাট করছে।
গত মঙ্গলবার থেকে তিনি পুকুর ভরাটের কাজ শুরু করেছেন। এতে একদিকে পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন যেমন হচ্ছে, অন্যদিকে তেমনি ভেঁকু মেশিনের (মাটিকাটা যন্ত্র) বিকট শব্দ ও ধুলা বালিতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এ ঘটনায় গ্রামবাসির মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০ অনুযায়ী, কোনো পুকুর, জলাশয়, খাল ও লেক ভরাট করা শাস্তিযোগ্য অপরাধ। পরিবেশ সংরক্ষণ আইনেও (২০১০ সালে সংশোধিত) যেকোনো ধরনের জলাশয় ভরাট করা সম্পুর্ন নিষিদ্ধ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কামাল উদ্দিন বলেন, তিনি তার পুকুর ভরাট করে ফসলি জমি করছেন, এখানে অনুমতি নেয়ার কি আছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, পুকুর বা জলাশয ভরাটের কোনো সুযোগ নাই। তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha