বুধবার( ১৫ মে) সকালে তিনি তার নিজ বাড়িতে ফিরে আসেন। জয় মাহমুদ উপজেলার বাগাতিপাড়ার ১নং পাঁকা ইউনিয়নের সালাইনগর দক্ষিণপাড়া গ্রামের জিয়াউর রহমানের ও আরিফা বেগম দম্পতির ছেলে।
জয়ের মা আরিফা বেগম (৫০) জানান, তার ছেলে ফিরে আসায় তিনি খুব খুশি। ঈদের আগে জলদস্যুদের হাতে আটক হওয়ার খবর পাওয়ায় তাদের পরিবারে ঈদের আনন্দ হারিয়ে গিয়েছিল। কিন্তু ছেলে ফিরে আসায় তার মনে হচ্ছে আজকে ঈদের দিন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাহাজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
জয়ের বাবা জিয়াউর রহমান জানান, তার ছেলে প্রথম রোজায় জলদস্যুদের হাতে আটক হয়েছিল। তারপর থেকে তারা খুব কষ্টে দিন কেটেছে তাদের।
জয় মাহমুদ বলেন, সোমালিয়াতে ৩৩ দিন আটক ছিলেন, গত কালকেই সাইন আপ করছেন। আটক হওয়ার পর আর বাড়ি ফিরতে পারবেন কিনা সেই আতঙ্কে ও কষ্টে ছিলেন। দস্যুরা সবসময় তাদের দিকে বন্দুক তাক করে রাখত। জিম্মি অবস্থায়ও তারা সেখানে রোজা পালন করছেন। সবার দোয়ায় ৩৩ দিন পর তাদের ছেড়ে দেয় দস্যুরা।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।