আজকের তারিখ : এপ্রিল ১১, ২০২৫, ৯:০৭ এ.এম || প্রকাশকাল : মে ১৪, ২০২৪, ৮:২৫ পি.এম
আমতলীতে হেরোইন সহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

বরগুনার আমতলীর দক্ষিণ পশ্চিম আমতলী (লোচা) গ্রাম থেকে জেসমিন বেগম নামের এক নারী মাদক ব্যবসায়ীকে হেরোইনসহ গ্রেফতার করেছে বরগুনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার দুপুর ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা বরগুনার এসআই (নিঃ)/ জ্ঞান কুমার দাস সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় আমতলী সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের দক্ষিণ পশ্চিম আমতলী (লোচা) গ্রামের রাসেল হাওলাদারের স্ত্রী জেসমিন বেগম (২৭) কে হলিউড সিগারেট এর প্যাকেটে ২৫ (পঁচিশ) পুড়িয়া হেরোইন ও ভিভো ১৭এস একটি মোবাইলফোন সহ গ্রেফতার করেন।
উদ্ধারকৃত ৭ গ্রাম হেরোইনের আনুমানিক বাজার মুল্য ৭০,০০০ (সত্তর) হাজার টাকা।
বরগুনার গোয়েন্দা (ডিবি)পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বশিরুল আলম বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha