চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্র অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ কামরুজ্জামান (৪০) কে আটক করা হয়েছে। সে শিবগঞ্জ উপজেলার বিনোদনপুর ইউনিয়নের কালিগঞ্জ পাইকারাটোলা গ্রামের এরফান আলীর ছেলে।
মঙ্গলবার (১৪ মে) সকাল সাড়ে ৩টার দিকে উপজেলার মকরমপুর ব্রিজের উপর অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ জানান, নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার মকরমপুর ব্রিজের উপর রহনপুর তদন্ত কেন্দ্রের এএসআই মোজ্জামেলসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে একটি ভ্যান তল্লাশি করলে একটি বস্তায় মোড়ানো ৪০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী কামরুজ্জামানকে আটক করা হয়। পরে নিয়মিত মাদক মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।