আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ৬:২৩ এ.এম || প্রকাশকাল : মে ১৪, ২০২৪, ৩:৫৯ পি.এম
শালিখায় ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি গ্রেফতার

মাগুরা শালিখায় পাচঁটি ওয়ারেন্ট ভুক্ত একজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে শালিখা থানা পুলিশ।গত সোমবার ১৩/০৫/২০২৪ ইং তারিখ পঞ্চগড় জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত হলো শালিখা উপজেলার শতখালী গ্রামের মৃত ইয়াকুব আলী মোল্ল্যার এর ছেলে মোঃশহিদুল ইসলাম(মেসাস-মাসুম ব্রিকস এর মালিক) সাং-বুনাগাতী শালিখা মাগুরা।
পুলিশ সুত্রে জানাগেছে শালিখা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃনাছির উদ্দিন এর দিক নির্দেশনায় তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং সাইবার ক্রাইম মাগুরা এর সহায়তায় এসআই অনুপম রায় ও এএসআই সুব্রত কুমার দাস বিভিন্ন স্থানে অভিযান চালায় এবং শ্বাসরুদ্ধ কর অভিযান শেষে পঞ্চগড় জেলার সদর থানাধীন জালসি স্টেডিয়ামপাড়া থেকে দীর্ঘ দিন যাবত পালাতক থাকা পরোয়ানা ভুক্ত, যাহা বিজ্ঞ যুগ্ম দায়রা জজ ১ম আদালত মাগুরার এসসি-১৩৯/১৮(সিআর সাজাপ্রাপ্ত) এসসি-৩৫৭/১৮(জিআর সাজাপ্রাপ্ত) বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ, মাগুরার এসসি-২৮২/১৬ (জিআর সাজাপ্রাপ্ত) বিজ্ঞ জেলা ও দায়রাজজ শ্রম আদালত, খুলনার মৌজঃ ২০৩/১৮(জিআর).ও বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট, আমলী আদালত শালিখা,মাগুরার শালিখা সিআর-৩৩২/২৩(সিআর) গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি মোঃশহিদুল ইসলামকে গ্রেপ্তার করেন।
এ বিষয়ে শালিখা থানার ওসি তদন্ত মিলন কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ৩টি সাজা ও ২টি সাধারণ গ্রেফতারী পরোয়ানাভুক্ত এক জন আসামী গ্রেফতার হয়েছে।আজ মঙ্গলবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha