বুধবার দুপুরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, পাবনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ ফিরোজ কবির এ দু’টি উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
উদ্বোধনী অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা প্রকৌশলী আবুল হাশেম, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী ও আনোয়ার হোসেন আয়নাল।
উপজেলা প্রকৌশল বিভাগ জানায়, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অর্থায়নে প্রায় এক কোটি টাকা ব্যয়ে হাসামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ এবং এক কোটি ৯ লাখ ২৯ হাজার ৭৮৫ টাকা ব্যয়ে হোগলাডাঙ্গী থেকে পদ্মা নদী পর্যন্ত রাস্তা পাকাকরণের কাজ হচ্ছে।
এ সময় সাংসদ আহমেদ ফিরোজ কবির সাংবাদিকদের বলেন, প্রত্যন্ত চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমার নির্বাচনী এলাকার চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করা হচ্ছে। শিক্ষার সুন্দর পরিবেশ দিতে স্কুলভবন নতুন করে তৈরী করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।