আজকের তারিখ : এপ্রিল ৪, ২০২৫, ৬:১৩ পি.এম || প্রকাশকাল : মে ১৪, ২০২৪, ২:০০ পি.এম
পাবনার চাটমোহরে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

পাবনার চাটমোহরে মঙ্গলবার (১৪ মে) দুপুর ১২ টায় উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
আধুনিক প্রযুক্তি সম্পসারণের মাধ্যমে রাজশাহী কৃষি উন্নয়ন প্রকল্পের আওতার এ মেলার উদ্বোধন করেন কৃষি সম্পসারণ অধিদপ্তরের খামার বাড়ি পাবনার উপপরিচালক কৃষিবিদ ড. জামাল উদ্দিন।
শুরুতে এ উপলক্ষে একটি র্যালী বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিন করে।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ।
আরোও বক্তব্য দেন,অতিরিক্ত কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, কৃষি সম্পসারণ কর্মকর্তা তানিয়া আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম,ছাইকোলা ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল প্রমূখ।
পরে আমন্ত্রিত অতিথিরা মেলার ২০ টি স্টল পরিদর্শন করে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha