আজকের তারিখ : ডিসেম্বর ৫, ২০২৪, ৮:৪০ এ.এম || প্রকাশকাল : মে ১৩, ২০২৪, ৫:২৯ পি.এম
নড়াইল সদর উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা
নড়াইল সদর উপজেলা নির্বাচনে আচরণনবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান ভুইয়াকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (১৩মে) দুপুরে রপগঞ্জ বাজারে নির্বাচনী প্রচারনা চলাকালে এই জরিমানা করেন নির্বাচনী ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জয় ঘোষ।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে,দেয়ালে পোষ্টার এবং ওয়ার্ডে একের অধিক নির্বাচনী ক্যাম্প করায় এবং মোটর শোভাযাত্রা করায় চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান ভুইয়াকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জয় ঘোষ জানান, ’আচরনবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান ভুইয়াকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আচরনবিধির ধারার ব্যত্যয় ঘটায় প্রার্থীদের আগে সকর্ত করা হচ্ছে, তা না মানলে এ জরিমানার আওতায় আনা হচ্ছে।’
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha