আজকের তারিখ : জুলাই ১৭, ২০২৫, ৮:৪৭ পি.এম || প্রকাশকাল : মে ১৩, ২০২৪, ২:৩৫ পি.এম
সদরপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ফরিদপুরের সদরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৩ মে সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ৬ষ্ঠ উপজেলা নির্বাচন সুষ্ঠভাবে সুসম্পন্ন করা, উপজেলা শহর যানজটমুক্তকরণ, বাল্যবিবাহ রোধে সচেতনতা বৃদ্ধি, মাদকদ্রব্য বিক্রয় ও তার ব্যবহার নিয়ন্ত্রণ করা, কিশোরগ্যাং-এর তৎপরতা নির্মূল করা, সন্তান কর্তৃক পিতা-মাতাকে লাঞ্ছনার মত পারিবারিক সহিংসতা রোধ, অবৈধ অস্ত্র উদ্ধারে করণীয়সহ বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।
এছাড়াও চায়না দুয়ারী, কারেন্ট জাল, কারেন্ট শর্ট দিয়ে অবৈধ উপায়ে মৎস শিকার রোধে করণীয় নিয়েও আলোচনা করা হয়। সভায় প্রশাসনের সংশ্লিষ্ট সকল দপ্তর এবং সকল পেশার মানুষকে আইন শৃঙ্খলা উন্নয়নে ভূমিকা রাখার জন্য আহ্বান জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজকল্যাণ কর্মকর্তা কাজী শামীম আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা এস.এম.জাহাঙ্গীর । এ ছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha